কুড়িগ্রামে সারাদেশব্যাপী টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:০০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সারাদেশব্যাপী টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলার মোট টার্গেট ৫৩,০৬৬ জন, আজ ২৪টি সেন্টারে টার্গেট ধরা হয়েছে ৪,৪১৮ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. মো: গোলাম রসুল রাখি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান, শিশু বিশেষজ্ঞ ডাক্তার উম্মে কুলসুম বিউটি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা এবং দায়িত্বপ্রাপ্ত এএইচআই, এইচএ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এই ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।