রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

এবার কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০০:৪২

সংগৃহীত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

‎বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগে একটি কম্পিউটারে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কিছু বই পুড়ে যায়।

‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। তাদের প্রচেষ্টায় রাত ৯টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top