শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বরিশালে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ২১:৫৭

বরিশালে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর ভোট বর্জন

বরিশালের বানারীপাড়া পৌরসভায় ভোটগ্রহণ শুরুর ৪ ঘণ্টার মধ্যে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী এবং বিএনপির প্রার্থী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া এবং বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে নৌকায় একতরফা সিল দেওয়ার অভিযোগে দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন এই দুই প্রার্থী। তারা হলেন বিএনপির রিয়াজ আহমেদ মৃধা এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু। যদিও নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি আওয়ামী লীগ প্রার্থী সুভাষ চন্দ্র শীলের।

বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘সকাল ৭টা ৪৮ মিনিটে আমার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় সরকারি দলের লোকজন। কেন্দ্রে ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সরকারি দলের লোকজন নৌকায় একতরফা সিল দিচ্ছে। এই নির্বাচনে জনমতের প্রতিফলন না হওয়ায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু বলেন, ‘ভোটে কারচুপি হচ্ছে। তার পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনও এ ব্যাপারে নির্বিকার। প্রকাশ্য কারচুপির কারণে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’

যদিও আওয়ামী লীগ প্রার্থী সুভাষ চন্দ্র শীলের দাবি, ভোট হচ্ছে সুষ্ঠু-সুন্দরভাবেই। তিনি বলেন, ‘ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। জনসমর্থন না থাকায় দুই প্রার্থী নির্বাচন বর্জন করতে পারেন।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top