কাফনের কাপড় পরে মশাল মিছিলে কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৮
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল টেকনাফ।
গত রোববার (০৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা টেকনাফ পৌরসভার সড়কে নামেন। তাদের হাতে ছিল মশাল, ব্যানার, আর গায়ে ছিল কাফনের কাপড়!
মিছিলকারীরা বর্তমান ঘোষিত প্রার্থী, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে 'আওয়ামী লীগের সুবিধাভোগী' আখ্যা দেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে দলকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে।
গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির পক্ষ থেকে কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই টেকনাফে শুরু হয় এই প্রতিবাদ ও বিক্ষোভ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।