রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
সোহেল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৫:২৩
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা মৌজায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত ৮ নভেম্বর রাত ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে মো. আমির উদ্দিনের তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
.jpeg)
ঘটনার পর আজ (১০ নভেম্বর) সকাল ১১টায় হিলফুল ফুজুলের উদ্যোগে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, কম্বলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, হিলফুল ফুজুল–শান্তি সংঘের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী আরিফ হাসান, ইউনিয়ন সদস্য লিটন সরকার, এবং বিডি ক্লিন রাজারহাট উপজেলা প্রধান সমন্বয়ক ওয়াদুদ রোহান প্রমুখ।
এ সময় ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ নিরূপণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে টিনসহ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।ন
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।