সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সৌদি আরব:

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি নেই

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:১৫

ছবি: সংগৃহীত

সোমবার (১০ নভেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকে জানিয়েছে, কিছু শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো হজযাত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো পত্রে বলা হয়েছে, যারা হজের জন্য অনুমতি পাবেন না, তাদের মধ্যে রয়েছে:

  • প্রধান অঙ্গসমূহ অকার্যকর রোগী যেমন ডায়ালাইসিস চলমান কিডনি রোগী

  • গুরুতর হৃদরোগী

  • সবসময় অক্সিজেন প্রয়োজন এমন ফুসফুসের রোগী

  • ভয়াবহ লিভার সিরোসিস রোগী

  • গুরুতর স্নায়ুবিক বা মানসিক রোগী

  • স্মৃতিভ্রষ্টতা বা অতি বয়স্ক ব্যক্তি

  • শেষ প্রান্তিকের বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা

  • সংক্রামক রোগে আক্রান্ত, যেমন যক্ষ্মা বা ভাইরাল হেমোরেজিক জ্বর

  • কেমোথেরাপি বা অন্যান্য নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন ক্যান্সার রোগী

সৌদি আরব হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, নুসুক মাসার প্লাটফর্মের মাধ্যমে প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন সংগ্রহ ও বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে। প্রান্তীয় পর্যায়ে মনিটরিং দল এই সনদগুলোর সত্যতা যাচাই করবে। কোনো ভুল তথ্য পাওয়া গেলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “মসৃণ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি সরকারের স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।”

বাংলাদেশ সরকারও দুরারোগ্য রোগে আক্রান্তদের হজ নিবন্ধন বন্ধ রাখার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত ধারণা নিতে বাংলাদেশি দুইজন চিকিৎসক সৌদি সরকারের আয়োজিত ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top