আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ল প্রত্যয়
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১০:৫০
আন্তর্জাতিক ফ্লিট রিভিউ–২০২৫-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ BN Prottoy (প্রত্যয়) শনিবার সকালে চট্টগ্রাম নৌঘাঁটি থেকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশে যাত্রা করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতেই এই বহিরাগত অভিযানে অংশ নিচ্ছে জাহাজটি। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা এবং সামুদ্রিক কূটনীতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করে থাকে।
জাহাজ প্রত্যয়-এর অধিনায়ক জানান, এই সফর নৌবাহিনীর সদস্যদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। সফরকালে জাহাজের নাবিকরা বিভিন্ন মহড়া, যৌথ কার্যক্রম এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই আন্তর্জাতিক অংশগ্রহণ দেশের মর্যাদা ও সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।