বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

পাটগ্রামে টয়লেটে মোবাইল তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রাকিব ইসলাম | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১১:২৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দহগ্রাম থানাপাড়া এলাকায় এক দুর্ঘটনায় শ্রমিক মোকছেদুল ওরফে জ্যাঠা (৩৫) মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ও তার এলাকার কয়েকজন মৌসুমের ধান কাটার শ্রমিক হিসেবে ধান কাটতে এসে আজিজুল হকের বসতবাড়ীর বাশঁ ও বেড়ার তৈরি টয়লেটে টয়লেট ব্যবহার করছিলেন। এই সময় মোবাইল ফোনটি অসাবধানতাবশত টয়লেটে পড়ে যায়।

পরবর্তীতে তার সাথের অন্যান্য শ্রমিকরা জানায় যে, ফোনটি টয়লেটে পড়ে নষ্ট হয়ে গেছে এবং তোলার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভিকটিম একা একা ফোনটি তুলতে গিয়ে দুর্ঘটনাক্রমে টয়লেটে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

পাটগ্রাম থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top