• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাতক্ষীরায় গোয়েন্দা পরিচয়ে নারী সৈনিকের বাড়িতে প্রতারনা, গ্রেপ্তার ১

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ২২:১৩

ফাইল ছবি

সেনা গোয়েন্দার মিথ্যা পরিচয় দিয়ে এক নারী সৈনিকের বাড়িতে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে এক প্রতারক। গ্রামবাসী তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তার হওয়া প্রতারকের নাম মো. নাসির। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার ইউনিয়নের পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতার বাড়িতে সেনা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক আসে। তারা মিতা খাতুন ও তার বাবাকে ডেকে তুলে একটি বিশেষ বিষয়ে তদন্তের কথা বলে সৈনিক মিতার মোবাইল ফোনটি হাতে নেয়।

এক পর্যায়ে তাদের আচরন সন্দেহজনক হওয়ায় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটর সাইকেল নিয়ে একাধিক প্রতারক পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় একজন। গ্রামবাসী তাকে গনধোলাই দেয়। পরে তাকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বোরহানউদ্দিন জানান, এ বিষয়ে মিতার বাবা মো, রফিকুল ইসলাম একটি মামলা দিয়েছেন। সেটি রেকর্ডের প্রক্রিয়া চলছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top