• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুর পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি জাপা মেয়র প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৮

সৈয়দপুর পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি জাপা মেয়র প্রার্থীর

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলার বিচার না হলে পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় ইকু হেরিটেজ হোটেল এন্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ভুলু বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও অবমাননা করে তার (সিদ্দিকুল) উপর দোষ চাপানোর চেষ্টা করছে। অথচ পূর্ব পরিকল্পিত ভাবে ওই নেতা তার দলবল নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মী ও লাঙ্গল প্রতিকের সমর্থকদের ওপর হামলা চালায়। তারা প্রায় ২০টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দিলে দুটি মোটরসাইকেল সম্পুর্নরুপে ভষ্মিভূত হয়। ওই ঘটনায় দুইটি মোটরসাইকেলের হদিশ এখনও মেলেনি।

তিনি আরও জানান, আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় জাপার অন্তত ২২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জাতীয় ছাত্র সমাজের নেতা সুরজ আলী’র (৩০) অবস্থা আশংকাজনক।

এ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সৈয়দপুর পৌর শাখার আহবায়ক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সুরত আলী বাবু, জাতীয় যুব সংহতি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, যুব সংহতির পৌর কমিটির আজহারুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টিও সাধারন সম্পাদক গোলাম বারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শনিবার রাতে সৈয়দপুরে পৌর নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top