• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফকিরহাটে ভার্চুয়াল ব্লাড ব্যাংক বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৫:৪৯

ফকিরহাটে ভার্চুয়াল ব্লাড ব্যাংক বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভার্চুয়াল ব্লাড ব্যাংক কার্যক্রম পরিচালনায় কর্মপন্থা ও কৌশল নির্ধারন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান ব্লাড ব্যাংক কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

মানবতার কল্যাণে ফকিরহাটে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সময়ে রক্তদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সেবাটি আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান উপজেলার সকল ব্লাড ডোনারদের যাবতীয় তথ্য একটি সফটওয়্যারে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। সে ধারাবাহিকতায় ভার্চুয়াল ব্লাড ব্যাংক কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু করা এবং এর সঠিক পরিচালনা, নির্ভুল ডোনার লিস্ট তৈরি, বিগত দিনে রক্তদান কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, প্রতিটা ওয়ার্ডের ভলান্টিয়ারদের মধ্যে পরিচিতি ইত্যাদির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

ভার্চুয়াল ব্লাড ব্যাংক কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খান আল মুস্তাসিম বিল্লাহ সজল, আহসান টিটু, আল ইমরান, নাহিদুল ইসলাম, শাহ ওবায়দুল্লাহ নেমানসহ ফকিরহাটের ৮ ইউনিয়র পরিষদের সচিববৃন্দ ও ব্লাড ডোনার উদ্যোক্তাগণ।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বলেন, স্বেচ্ছাসেবামূলক এ উদ্যোগটি যাতে কখনও বন্ধ হয়ে না যায় সে জন্য সকলের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মানব কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চয়ই সুফল বয়ে আনবে।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top