• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে রেলের জমিতে বিধি বহির্ভূত বহুতল ভবন নির্মাণ

নীলফামারী প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ০০:২৩

সৈয়দপুরে রেলের জমিতে বিধি বহির্ভূত বহুতল ভবন নির্মাণ

আন্তর্জাতিক বিমানবন্দরের শহর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নকশা অনুমোদন না নিয়েই কোটি টাকা মূল্যের রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ করায় ঘটেছে বেশ কয়েকবার দুর্ঘটনা। বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধভাবে ওভারলোড ওয়েল্ডিং মেশিন ব্যাবহারে নষ্ট হয়েছে আশে-পাশের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি।

এতে ক্ষতিপূরণ দাবি করেছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। ক্ষতিপূরণ না পেলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। এত কিছুর পরেও রেল, পৌরসভা ও বিদ্যুৎ বিভাগ থেকে নেয়া হয়নি ওই নির্মাণকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ের লীজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করা অবৈধ। তাছাড়া বিমানবন্দর এলাকায় বহুতল ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই অনুমোদন নিতে হয়। কিন্তু ইমতিয়াজ প্রবাল নামে এক ব্যক্তি শহরের জিকরুল হক রোডে সৈয়দপুর প্রেসক্লাবের ঠিক পাশেই রেলওয়ের লিজ নেয়া জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। এমনকি সৈয়দপুর পৌরসভারও কোন অনুমোদন নেওয়ারও প্রয়োজন মনে করেননি তিনি।

পৌর কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যেভাবে নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তিনি ওই ভবন নির্মাণ কাজ করছেন তাতে আশে পাশের ব্যবসায়ীসহ পথচারীরা এ পথে চলাচল করছেন আতঙ্কেও মধ্যে। এমন পরিস্থিতিতে রাস্তার উপর ১১০০ ভোল্টেজের তারের উপর রড ফেলে দেয়ায় অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনায় ভয়াবহ ক্ষতি থেকে বেঁচে যায় প্রতিবেশীরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top