• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০০:০৮

সৈয়দপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

এসব কর্মসূচির মধ্যে ছিল ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, আঁতশবাজি, মোমবাতি প্রজ্বলন, ফানুস উড়ানো, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল, মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভা।

ওইদিন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনের বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মো.মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top