• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

সৈয়দপুরে 'ঢাকা আহছানিয়া মিশন'র কুইজ প্রতিযোগিতা

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০০:৩১

সৈয়দপুরে 'ঢাকা আহছানিয়া মিশন'র কুইজ প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত “এডুকেশন সার্ভিসেস ফর আপলিফটমেন্ট অব আল্ট্রা-পুওর স্লাম ডুয়েলার্স প্রজেক্ট” এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে ফিল্ড টিম সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৌরশহরে ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত ৫টি আরবান কমিউনিটি শিখন কেন্দ্রে (ইউসিএলসি) আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এসময় ওইসব শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি, অভিভাবকদের উপস্থিতিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২৫৬জন শিক্ষার্থী এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারিদেরকে বাছাই করে তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়।

ওইদিন বিকাল ৩টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে প্রকল্পের সকল কর্মকর্তা, সুপারভাইজার ও শিক্ষকদেরকে নিয়ে বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দর্শন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অনন্য অবদানের কথা উল্লেখ করে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার মো. নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার মোঃ তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিক্যাল অফিসার মো. জয়নাল আবেদীন ও শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top