• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাবান ও পাউডার তৈরির কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

হিলি থেকে | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ২২:১২

সাবান ও পাউডার তৈরির কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় লাইসেন্স বিহিন বিএসটিআইয়ের ট্রেডমার্ক ব্যবহার ও মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে মফিজুল ইসলাম কে একটি সাবান ও পাউডার তৈরির কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুরের হরিহরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাকে এই জরিমানা প্রদান করেন। সে সাদুড়িয়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে। এসময় সেখানে বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার মেসবাহ উল হাসান ও পরিদশক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হাকিমপুর উপজেলা হরিহরপুর এলাকায় লাইসেন্স বিহিন বিএসটিআইয়ের ট্রেডমার্ক ব্যবহার করে সাবান ও পাউডার তৈরি করা হচ্ছে। এছাড়াও মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ওজন ও পরিমাপ আইন এবং বিএসটিআইএর দুটি ধারায় সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সর্বমোট তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top