মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৯:৫৯

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় আরিফ মুন্সী নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার খায়ের-হাট মুন্সীপাড়া এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত প্রতিবন্ধী যুবক আরিফ মুন্সী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আড়িলা গ্রামের হাবিব মুন্সীর ছেলে। সে কাশিয়ানী উপজেলার খায়ের-হাট মুন্সীপাড়া গ্রামে নানা ওহাব চৌধুরীর বাড়ীতে থাকতো।

ওসি আজিজুর রহমান জানান, প্রতিবন্ধী যুবক আরিফ মুন্সী রাতে খায়ের-হাট মুন্সীপাড়া এলাকায় রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর একটি ট্রেনের ধাক্কা লেগে ছিটকে যায়। এতে ঘটনাস্থলে আরিফ মুন্সী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top