• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেখ হাসিনাকে হত্যার হুমকি, প্রবাসীর নামে লক্ষ্মীপুরে মামলা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ২০:১৩

শেখ হাসিনাকে হত্যার হুমকি, প্রবাসীর নামে লক্ষ্মীপুরে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরে সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম আবু সাঈদ। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলাটি থানায় রুজু করা হয়।

আসামি আবু সাঈদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাহাপুর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি সৌদি প্রবাসী ও বর্তমানে সৌদিতে অবস্থান করছেন।

এজাহার সূত্র জানায়, গত ৩ এপ্রিল আসামি আবু সাঈদ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে লাইভে আসেন। ৬ মিনিট ৫৯ সেকেন্ডের লাইভ ভিডিওতে তিনি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আপত্তিকর বিভিন্ন কথা বলে। হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টে আক্রমণ করে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশ প্রশাসনের লোকজনকে হত্যা করে লাশ গুম করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেয়। ওই লাইভ ভিডিও বিভিন্নজন জঙ্গীবাদ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এতে দেশ ও আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভিডিওটি পিপি জসিম উদ্দিনের নজরে পড়লে তিনি আবু সাঈদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার উদ্যোগ নেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আসামি সৌদিতে অবস্থান করছেন। মামলাটি তদন্ত চলছে। সত্য উদঘাটন করতে নিয়ম অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top