মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

হাকিমপুরে যুবকের শরীরে এসিড নিক্ষেপ

হিলি থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২০:৪৫

হাকিমপুরে যুবকের শরীরে এসিড নিক্ষেপ

হাকিমপুরের গ্রামীণ পল্লীতে গভীর রাতে ঘুমিয়ে থাকা ইলিয়াস মণ্ডল (৩৭) নামের এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে ঘুমন্ত যুবকের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ই এপ্রিল) মধ্যরাতে হাকিমপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাতনী রাউতারা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ইলিয়াস মন্ডলের স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় আহত ইলিয়স প্রতি দিনের মতো এশা ও তারাবারি নামাজ শেষে নিজের শয়ন কক্ষের জানালা খুলে রেখে ঘুমাচ্ছিলেন তারা,গভীর রাতে জানালা দিয়ে দুর্বৃত্তরা তরল জাতীয় পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার দেওয়া শুরু করেন।প্রাথমিকভাবে শরীরে পানি ঢেলে তাকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top