• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ১৯:৪৬

কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ। করোনাভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় হতদরিদ্র ও বরগাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষক লীগ। এরই অংশ হিসেবে আজ শনিবার সকালে উপজেলা কৃষক লীগের ৬০ সদস্যের একটি টিম শুয়াগ্রাম বিলে দীপংকর বালা নামে এক দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দেয়।

এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল, সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র উপস্থিত ছিলেন।

এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। কৃষক দীপংকর বালা বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল তার দলীয় নেতা - কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা কৃষক লীগকে ধন্যবাদ জানাই।

উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশক্রমে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ বোরো মৌসুমের শেষ পর্যন্ত আমরা এ ভাবে দরিদ্র কৃষকদের ধান কেটে দিবো।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top