মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক ও তার স্বামী আটক

হিলি থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ২৩:৩৩

ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক ও তার স্বামী আটক

দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান,মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময়য় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয় এসময় তারা গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১শ ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

আটককৃতরা হলেন,জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top