• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফকিরহাটে সমলয় পদ্ধতিতে চাষকৃত হাইব্রিড বোরো ধান কর্তন শুরু

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ২২:৪১

ফকিরহাটে সমলয় পদ্ধতিতে চাষকৃত হাইব্রিড বোরো ধান কর্তন শুরু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের সমলয় চাষাবাদের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্বাভাবিক অবস্থায় এ মৌসুমে বিভিন্ন জেলা থেকে ধান কাঁটতে শ্রমিক আসলেও করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রমিকের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে ধান কাঁটতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করছে ফকিরহাট উপজেলা কৃষি অফিস।

এ ধারাবাহিকতায় বুধবার (০৫ মে) ফকিরহাটের মাসকাটা এলাকার ৩৬জন কৃষকের সমলয় চাষাবাদের ধান কর্তন কর্মসূচি শুরু হয়েছে। ২০২০-২১ অর্থবছরের রবি মৌসুমে ৫০ একর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের এ বোরো ধান কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কাটা হচ্ছে। সমলয় চাষের নিয়মে কৃষকগণ একই জাতের ধান একই সময় পাশাপাশি চাষ করেন। এ তে কম খরচে সমন্বিত বালাই দমন করা যায় এবং ধান একই সময় পাকে। ফলে ধান মেশিনে কাঁটতে যেমন সুবিধা, তেমনি খরচও কম হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ০৮ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (হাইব্রিড) এবং স্থানীয় জাতের ধানের চাষ হয়েছে। তার মধ্যে মাসকাটা ও হুচলা এলাকার ৫০ একর জমিতে কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচীর আওতায় রাইচ ট্রান্সপন্টার মেশিনের মাধ্যমে বীজ রোপণ ও কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান ধান কর্তনের উদ্যোগ নেওয়া হয়। তবে এর বাইরে অন্যান্য কৃষকদের ধানও যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে আহরণ করতে উপজেলা কৃষি অফিস কৃষি কম্বাইন হার্ভেস্টার ও রিপার মেশিন বিতরণ করেছে। কম্বাইন হার্ভেস্টার ঘণ্টায় ০৬ একর জমির ধান কর্তন এবং ঝাড়াই করতে সক্ষম।

প্রদর্শনী ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এছাড়া উপজেলা কৃষি অফিসার মো. নাছরুল মিল্লাত, উপসহকারি কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top