মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

হিলি ইমিগ্রেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন

হিলি থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২১, ০৩:৩৫

হিলি ইমিগ্রেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন

ভারত ফেরত যাত্রী ও ট্রাক ড্রাইভারদের সেবা দিয়ে কোন স্বাস্থ্যসেবী,ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয়রা যাতে করোনা সংক্রমিত না হয় সে বিষয়ে নিশ্চিত করতে জিরো পয়েন্ট, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট,আবাসিক হোটেল,স্থলবন্দর পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম পরিদর্শনে আসেন। এখানে কর্মরত সবার সাথে মতবিনিময় করেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন,ইমিগ্রেশন এলাকায় কর্মরত স্বাস্থ্যসেবী, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী কাজ করার সময় অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে তারা যেন সচেতন থাকে সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করে যাচ্ছি আমরা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top