• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, শিশুসহ আহত ৪

নীলফামারী থেকে | প্রকাশিত: ২২ মে ২০২১, ১৯:৩৮

সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, শিশুসহ আহত ৪

সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় সুরাইয়া আক্তার (১৬) নামে এক তরুণী নিহত ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা সাত টার দিকে বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দোবাড়িপাড়া গ্রামের জামাল হোসেনের মেয়ে। এছাড়া আহতরা হলেন তার মা সাবিনা ইয়াছমিন (৪০), ভাই শাহিন আহমেদ (৭), চাচাতো বোন সুরভী আক্তার (১৫) ও ভ্যানচালক সৈয়দপুরের ওয়াপদা নতুন হাট এলাকার আজাহার আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াপদা পশ্চিমপাড়ায় বিয়ে অনুষ্ঠান শেষে ওই ভ্যানটিতে আট যাত্রী বাড়ি ফিরছিলেন। বসুনিয়াপাড়া মোড়ে এলে একটি মাইক্রোবাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। যাত্রীসহ ভ্যানটি ছিটকে পড়ে।

এতে সুরাইয়াসহ পাঁচ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সুরাইয়া আক্তার ও শাহীন আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া আক্তার মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top