মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

হিলিতে একদিনে আরও ১৪ জন করোনায় আক্রান্ত

হিলি থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৪:৫০

হিলিতে একদিনে আরও ১৪ জন করোনায় আক্রান্ত।

সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।

চলমান কঠোর লকডাউনেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকার কারণেই হু হু বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকার কারণেই হিলিতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কারণ ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। আর এদিকে ভারত থেকে প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে ড্রাইভার-হেলপার অনায়াসে বাংলাদেশে প্রবেশ করছে। যার কারণে আমরা বন্দরবাসি করোনায় আক্রান্ত নিয়ে আতংকের মধ্যে আছি।

দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান,গত ২৪ ঘণ্টায় হাকিমপুর হিলিতে ২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ০৩ জনের এবং সুস্থ হয়েছেন ১৩৩ জন। বাকি ৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। যা এই ছোট উপজেলার জন্য উদ্বেগজনক বলে মনে করেন তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চলমান লকডাউনে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি নিশ্চিত করে স্থলবন্দরের পণ্য আমদানি রফতানি কার্যক্রম সচল রয়েছে।
বর্তমান সময়ে দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তাই করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top