• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের যুবাদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ২৩:১৫

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের যুবাদের

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

বুধবার (১২ জানুয়ারি) সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৭৭ রানের বড় সংগ্রহ পায়। শুরুতে স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই দুটি উইকেট হারিয়ে ফেলে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন ইফতিখার ইফতি। এ ছাড়া প্রান্তিক নওরোজ নাবিল আউট হন ব্যক্তিগত ১০ রানের মাথায়। তবে বরাবরের মতো আইচ মোল্লার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮২ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এ ছাড়া আরিফুল খেলেন ৫২ বলে ৪০ রানের সময়োপযোগী ইনিংস।

এদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হওয়ায় জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ২৫৬ রান। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৬৯ রান তুলতেই চার চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। শেষমেশ অলআউট হয় ১১০ রানে। বৃষ্টি আইনে ১৫৫ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান নয়ন ১০ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নেন ৩টি উইকেট। আরিফুল ও মামুন ২টি করে উইকেট পান। এ ছাড়া একটি করে উইকেট নেন মুশফিক হাসান, সাকিব ও রিপন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top