• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ডাচরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ২২:০৪

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ডাচরা

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে নেদারল্যান্ডস। তৃতীয় ওয়ানডেতে ডাচদের ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে সাত ধাপ এগিয়েছে আফগানরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দোহায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। ব্যক্তিগত ১২ রানেই ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রিয়াজ হাসান এবং রহমত শাহ মিলে তুলেন ৮৬ রান। এরপর ব্যাট হাতে ৭১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে ২৫৪ রানের সংগ্রহ এনে দেন নাজিবুল্লাহ জাদরান।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১০৩ রান তুলেন দুই ডাচ ওপেনার। কিন্তু ব্যক্তিগত ৫৪ রানে স্কট এডওয়ার্ডস সাজঘরে ফিরলে কলিন অ্যাকারম্যানের সঙ্গ দিতে পারেননি কেউই। কলিন অ্যাকারম্যান আউট হন ৮১ রানে। পরের নয় জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন দশের ঘর পার করতে পেরেছেন। ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কায়েস আহমেদ। এছাড়া দুটি উইকেট নেন রশিদ খান।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top