• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিপিএল-২০২২

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ২২:৪৮

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সোমবার (১৪ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রানে থামে কুমিল্লা।

শের-ই বাংলায় এই রান তাড়া করা কঠিন কিছু ছিল না। ১৬তম ওভার পর্যন্ত ম্যাচের নাটাই ছিল কুমিল্লার হাতে। শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩৫ রান। কিন্তু ১৭তম ওভারে রানা এসে মাত্র ৩ রান দেন। আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে ম্যাচের মোমেন্টাম।

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২২ রান। ক্রিজে ছিলেন ডু প্লেসি-সুনীল নারাইন। মেহেদি হাসান রানার প্রথম বলে সিঙ্গেল নেন প্লেসি, দ্বিতীয় বলটি ডট হলেও আম্পায়ার বাতিল করেন। তৃতীয় বলে নারাইনের সহজ ক্যাচ ফেলেন ব্রাভো। পরের বলেই মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন প্লেসি।

১৯তম ওভারে রানা ১ উইকেট নিয়ে মাত্র ৪ রান দেন। মুজিবের করা শেষ ওভারে ১৮ রান প্রয়োজন হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিতে পেরেছে ৭ রান। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ১০ রানে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে সাকিবের দল বরিশাল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top