• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ব্যাঙ্গালুরুকে ২১৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৮:৪১

ব্যাঙ্গালুরুকে ২১৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

৫ম ম্যাচে এসে কী তাহলে প্রথম জয়টা ধরা দেবে চেন্নাইয়ের হাতে! মুম্বাইর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে ২১৭ রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করিয়েছে চেন্নাই সুপার কিংস।

দুই ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা এবং শিভাম দুবে মিলেই এতবড় একটি স্কোর দাঁড় করালের ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ৫০ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন বুড়ো ব্যাটার রবিন উথাপ্পা। ৪টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মার মারেন তিনি।

শিবাম দুবে ছিলেন আরও বিধ্বংসী। ৪৬ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন দুবে।

টস জিতে চেন্নাইকে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারানোর পর উথাপ্পা আর দুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় চেন্নাই। ১৬৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন তারা দু’জন।

রবিন্দ্র জাদেজা ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ২১৬ রান।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top