• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


করোনায় আক্রান্ত নাসিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ০৫:১৫

করোনায় আক্রান্ত নাসিম

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেসার নাসিম শাহকে। হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে দু’দিন পর জানা গেল নিউমোনিয়ার পাশাপাশি করোনাও আক্রান্ত হয়েছেন তরুণ এই পেসার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমানে তিনি হোটেলে আইসোলেশনে আছেন। মেনে চলছেন করোনার বিধি-নিষেধ।

উল্লেখ্য, গেল মঙ্গলবার ভাইরাল ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক অবস্থায় তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। পরে বৃহস্পতিবার তার করোনা টেস্ট করানো হয়। আজ শুক্রবার সেটার ফল পজিটিভ আসে।

তরুণ এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। এর পরের তিন ম্যাচে আর খেলানো হয়নি তাকে। তবে মঙ্গলবার পঞ্চম টি-টোয়েন্টিতে তাকে খেলানোর কথা ছিল। কিন্তু অসুস্থ হওয়ায় আর সেটা সম্ভব হয়নি।

জুলাইতে শাহীন আফ্রিদি ইনজুরিতে পড়ায় পাকিস্তানের পেস আক্রমণে নেতৃত্বে দিচ্ছিলেন নাসিম। অবশ্য পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শাহীন ও নাসিম দুজনেই আছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top