নৌ-কর্মকর্তার মামলাঃ ইরফান ও তার দেহরক্ষী তিনদিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৫:৫৩
                                        নিজস্ব প্রতিবেদকঃ
নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে রাজধানীর কলাবাগানে মারধর ও হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বুধবার (২৮ অক্টোবর)এ আদেশ দেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা আশফাক রাজীব হায়দার দুই আসামীকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি রিমান্ড আবেদন করেন।
শুনানীতে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা জানতে হলে আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হোক।
এসময় আসামীপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধীতা করে তা বাতিল চান। তারা বলেন, মামলার এজাহারভুক্ত সব আসামিই গ্রেফতার হওয়ায় আর কাউকে গ্রেপ্তার দেখানো কিংবা জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
আসামীপক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন, এজাহার অনুযায়ী মামলার বাদী নীলক্ষেত থেকে বই কিনে নিজ মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন। এটা সরকারি কাজে বাঁধা কীভাবে হয়? আপাতত রিমান্ড বাতিলের আর্জি করছি। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ২৬ অক্টোবর ভোরে তিনি বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমসহ মোট ছয়জনকে আসামী করা হয়।
ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের ভ্রাম্যমাণ আদালত এক বছর করে কারাদণ্ড দিয়েছে।
এনএফ/এমকে/২০২০
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।