স্বর্ণের সঙ্গে রুপার বাজারও চড়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৪

সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলার পর এবার দেশের বাজারে রুপার দামেও রেকর্ড গড়েছে। এক লাফে প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ১ হাজার ২২৪ টাকা। এর ফলে ২২ ক্যারেটের রুপার নতুন মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রবিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে রুপার এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী: ২২ ক্যারেট রুপা ৬,২০৫ টাকা,২১ ক্যারেট রুপা ৫,৯১৪ টাকা,১৮ ক্যারেট রুপা ৫,০৭৪ টাকা,এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৮০২ টাকা
এর আগে সোনার বাজারেও মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল। কয়েকদিন আগেই সোনার দাম প্রতি ভরিতে ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার টাকায়। সোনার মতো রুপার দামও এখন ক্রেতাদের কাঁধে বাড়তি চাপ ফেলছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে ধাতব মূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে সোনা-রুপার দাম বেড়ে চলেছে। এর প্রভাব পড়ছে স্থানীয় জুয়েলারি বাজারেও।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।