দীর্ঘ বিরতির পর আবারও বাজারে ফিরছে সিটিসেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:০৫

দীর্ঘ বিরতির পর আবারও দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মোবাইল অপারেটর সিটিসেল। গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে প্রতিষ্ঠানটি আনছে মাত্র ২৫ পয়সা প্রতি মিনিটে কলরেট এবং মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ— যা দেশের টেলিকম বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সিটিসেলের মাতৃপ্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম জানিয়েছে, নতুন যাত্রায় তারা কেবল কম খরচের সেবা নয়, বরং দেশব্যাপী টাওয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
নতুন এই সূচনায় সিটিসেল তাদের সেবায় যুক্ত করেছে আধুনিক জিএসএম (GSM) প্রযুক্তি। এর ফলে এখন থেকে সিটিসেলের সিম কার্ড যেকোনো মোবাইল ফোনে ব্যবহারযোগ্য হবে— যা আগে সম্ভব ছিল না।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের আরও সহজ, আধুনিক ও সাশ্রয়ী মোবাইল অভিজ্ঞতা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট ও সুলভ মূল্যের কল সেবা পৌঁছে দিতে একাধিক নতুন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
সিটিসেলের নতুন এই পরিকল্পনা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কম খরচে কল এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা এবার সহজলভ্য হবে দেশের প্রতিটি প্রান্তে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।