দেশে দারিদ্র্যের হার আবারও বৃদ্ধি, প্রতি চারজনের মধ্যে একজন দরিদ্র
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:০৪

দেশে দারিদ্র্যের হার আবারও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির (PPRC) প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই বছরের ব্যবধানে দারিদ্র্যের হার প্রায় ৯ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেলেও মানুষের আয় বাড়েনি। দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের সংকট দারিদ্র্য বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
পিপিআরসির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। চলতি বছরের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে। একই সময়ে অতি দারিদ্র্যের হারও বেড়ে ৫.৬ শতাংশ থেকে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে। এছাড়া বর্তমানে প্রায় ১৮ শতাংশ মানুষ যে কোনো সময় দারিদ্র্যের মধ্যে পড়তে পারেন।
অর্থনীতিবিদরা জানান, অস্থিতিশীল বাজার, বিনিয়োগে স্থবিরতা এবং নতুন কর্মসংস্থানের অভাব দারিদ্র্য বৃদ্ধির মূল কারণ। তারা মনে করেন, টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য সামাজিক নিরাপত্তা নয়, বরং বিনিয়োগ ও শিল্পোন্নয়নের দিকে জোর দিতে হবে।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, "ম্যানুফ্যাকচারিং সেক্টরে সুদের হার কমলে উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে, ফলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। স্থায়ী সমাধান একটাই—বিনিয়োগ বাড়াতে হবে।"
সাধারণ অর্থনীতি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। শহরের তুলনায় গ্রামে এই হার প্রায় দ্বিগুণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।