মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মানবিক ইঞ্জিনিয়ার: পেনশন দিয়ে ৪ কিমি হেঁটে কুকুরদের খাবার দেন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

সংগৃহীত

যখন দেশজুড়ে কুকুরদের প্রতি অমানবিকতার খবর ভাইরাল, তখন রাজশাহী মহানগরীর একজন মানুষ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম।

ভোর হওয়ার আগেই, প্রতিদিন একাকী ৪ কিলোমিটার পথ হেঁটে চলেন ৬৬ বছর বয়সী এই মানুষটি। তার দুই ব্যাগে থাকে ভাত, মাংসের হাড়গোড় ও বিস্কুট। পথে যত পথকুকুর সামনে আসে, তিনি তাদের মুখে খাবার তুলে দেন। কুকুরগুলোও ঠিক সময়ে, ঠিক জায়গায় অপেক্ষা করে।

নিজের পেনশনের একটা বড় অংশ তিনি ব্যয় করেন এই অবলা প্রাণীদের জন্য। প্রতিদিন ৪ কেজি চালের ভাত ও হাড়গোড় রান্না করেন তিনি। কুকুরদের খাবার সংরক্ষণের জন্য কিনেছেন ৪০ হাজার টাকার ডিপফ্রিজ!

শুধু কুকুর নয়, কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার ছাদ হয়ে ওঠে বিভিন্ন পাখিকুল এবং কাঠবিড়ালীদের নিরাপদ ভোজনালয়। নিজের হাতে রুটি ছিঁড়ে, ভাত দিয়ে তিনি প্রতিদিন তাদের যত্ন নেন।

মানবকল্যাণেও তার অবদান বিশাল—চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্বেচ্ছাশ্রম। কিন্তু মানুষের অকৃতজ্ঞতা দেখে তিনি এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন অবলা পশুদের প্রতি, যারা কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই দেয় না। নিঃস্বার্থ সেবা করে এই মানবিক মানুষটি এক স্বর্গীয় সুখানুভূতি পান। তার একমাত্র ইচ্ছা, প্রভুভক্ত পথকুকুরদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top