মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

পৃথিবীর বুকে ১০ কিলোমিটার দীর্ঘ ফাটল! কী এই 'গ্রাবেন'?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

সংগৃহীত

উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামের কাছে ফসলের মাঠের মাঝখান দিয়ে চলে গিয়েছে ১০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল ফাটল। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা এই গভীর ক্ষত যেন পৃথিবীর বুকে তৈরি হওয়া এক বিস্ময়!

স্থানীয়দের মধ্যে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি করা এই ফাটল কবে তৈরি হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, এই ধরণের বিশাল কাঠামো রাতারাতি তৈরি হয় না; বরং এটি লক্ষ লক্ষ বছরের টেকটোনিক গতিবিধির ফল।

ভূতত্ত্বের ভাষায় এই কাঠামোকে বলা হয় ‘গ্রাবেন’। এটি হলো পৃথিবীর ভূত্বকের এমন একটি ব্লক, যা দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানে নিচের দিকে নেমে যায়। দীর্ঘ সময় ধরে প্রসারিত টেকটোনিক শক্তির কারণেই এই স্বতন্ত্র উপত্যকা-আকৃতির কাঠামো তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রাবেন কাঠামো পৃথিবীর ভূত্বকের পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি তাৎক্ষণিক বিপদের সংকেত না হলেও, স্থানীয় ভূতাত্ত্বিক অবস্থার ওপর নজর বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। প্রকৃতির এই বিশাল পরিবর্তন বিজ্ঞানীদের কাছে এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top