মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই! প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী সিইসি এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেন। এর মাধ্যমে নির্বাচনি কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি শুরু হলো।

এদিকে, এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুনির্দিষ্টভাবে জানান, তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ১১ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। যেহেতু আর সময় নেই, তাই ডিসেম্বরের ১০ বা ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top