শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

প্রসেনজিৎ'র প্রশংসায় ভাসলেন আশফাক নিপুণকে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০০:২০

প্রসেনজিৎ'র প্রশংসায় ভাসলেন আশফাক নিপুণকে

অনলাইম স্ট্রিমিং এপ 'হইচই'-তে মুক্তি পাওয়া বাংলাদেশি ওয়েব সিরিজ 'মহানগর' প্রশংসা কুড়াচ্ছে দুই বাংলাতেই। প্রশংসিত হচ্ছে সিরিজটির গল্প, নির্মাণ এবং সেই সাথে মোশাররফ করিম, জাকিয়া বারী মমসহ এর কলাকুশলীদের অভিনয় ছুঁয়ে গেছে দর্শকদের মন।

আর তাই এবার সরাসরি ফোনে কল দিয়ে আশফাক নিপুণকে প্রশংসায় ভাসালেন কলকাতার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। নিপুণ নিজেই তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।

তিনি লেখেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’র ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে তার সঙ্গে, যার পুরোটাই ছিল ‘মহানগর’ নিয়ে।”

এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে যেমন দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি, থিল তেমনি ‘মহানগর’র গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্সেও উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে মুগ্ধতা কমছিল না প্রসেনজিতের!

প্রসেনজিৎ নিপুন কে এও বলেছেন যে মোশাররফ করিমের মতো অভিনেতা এখন ওই বাংলায়ও আর দেখা যায় না। সেই সাথে সিরিজের পাশাপাশি নিপুণকে সিনেমা বানাতেও খুব জোর দাবি জানিয়েছেন প্রসেনজিৎ।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top