শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অক্ষয়ের ‘বেল বটম’ অনলাইনে ফাঁস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ০৩:৩৪

অক্ষয়ের ‘বেল বটম’ অনলাইনে ফাঁস

দীর্ঘদিন পর করোনা পরিস্থিতির মধ্যে প্রেক্ষাগৃহে ফিরেছে বলিউড সিনেমা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বেল বটম’। কিন্তু প্রথম দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তামিল রকারস, ফিল্মি জিলা, টেলিগ্রামসহ বেশ কয়েকটি সাইট থেকেই এইচডি ফরমেটে ডাউনলোড করা যাচ্ছে ‘বেল বটম’। অনলাইনে সিনেমা ফাঁসের বিষয়টি নতুন না হলেও অক্ষয়ের এই সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ফাঁস হয়েছে বলে এতো অবাক হচ্ছে কর্তৃপক্ষ।

ভারতে করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি প্রসঙ্গে অক্ষয় জানান, এই পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়া অনেকটা জুয়া খেলার মতো। ঝুঁকি নিতে হবে, লাগলে জ্যাকপট আর হারলে সব শেষ।

রণজিত এম তিওয়ারির পরিচালনায় ‘বেল বটম’ এ অক্ষয়কে দেখা যাবে একজন ‘র’ এজেন্টের ভূমিকায়। সিনেমায় অক্ষয়ের বিপরীতে আছে বাণী কাপুর। সিনেমাটিতে আরো আছেন - লারা দত্ত, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top