মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাজেয়াপ্ত হচ্ছে জ্যাকুলিন-নোরার পাওয়া বিলাসবহুল উপহার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩১

বাজেয়াপ্ত হচ্ছে জ্যাকুলিন-নোরার পাওয়া বিলাসবহুল উপহার

বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল যেসব উপহার পেয়েছেন সেগুলো বাজেয়াপ্ত হচ্ছে। ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জড়িয়েছে এই দুই অভিনেত্রীর নাম, যেখানে জ্যাকুলিনের কথিত প্রেমিক বলা হচ্ছে এই সুকেশ চন্দ্রশেখরকে।

ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সুকেশ চন্দ্রশেখর যেসব পোষা প্রাণী উপহার দিয়েছেন, সে ক্ষেত্রে একই মূল্যের সম্পত্তি সংযুক্ত করা হবে।

অর্থপাচার মামলায় কেন দুই অভিনেত্রীকে আসামি করা হয়নি? এই প্রশ্নে সূত্রটি জানিয়েছে, উভয় অভিনেত্রীই সুকেশের অপরাধমূলক পটভূমি সম্পর্কে অবগত ছিলেন না। এ মামলায় এ পর্যন্ত সাত জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই তিহার জেলে বন্দি।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top