• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভারতের সারেগামাপা বিজয়ী পশ্চিমবঙ্গের বাঙালি নীলাঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০২:২৩

ভারতের সারেগামাপা বিজয়ী পশ্চিমবঙ্গের বাঙালি নীলাঞ্জনা

ভারতের সংগীত প্রতিভা অন্বেষণের অন্যতম বড় আয়োজন ‘সারেগামাপা’। বহু বছর ধরে এই রিয়্যালিটি শো হয়ে আসছে। রবিবার (৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ২০২২ আসরের গ্র্যান্ড ফিনালে। হাজারো প্রতিযোগীকে টপকে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এক বাঙালি তরুণী নীলাঞ্জনা রায়।

১৮ বছর বয়সী এই সুকণ্ঠী গায়িকা চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছেন ১০ লাখ রুপি পুরস্কার। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই বিজয়ে আমি ভীষণ আনন্দিত। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল দর্শকের হৃদয় জয় করা এবং তাদের ভালোবাসা পাওয়া। মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই ট্রফি আমার জন্য বোনাস।’

গ্র্যান্ড ফিনালেতে লড়াই করেছেন শারৎ শর্মা, নীলাঞ্জনা রায়, অনন্যা চক্রবর্তী, স্নিগ্ধাজিত ভৌমিক, রাজশ্রী বাগ, সঞ্জনা ভাট। এর মধ্যে নীলাঞ্জনা হয়েছেন চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাজশ্রী বাগ ও তৃতীয় শরৎ শর্মা। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫ লাখ এবং ৩ লাখ রুপি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top