মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

২৭ বছর মিষ্টি খাননি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৯:২৪

২৭ বছর মিষ্টি খাননি

অভিনেত্রী শিল্পা শেঠির নতুন রিয়্যালিটি শো ‘শেপ অফ ইউ’-এ হাজির হয়েছিলেন জন আব্রাহাম। সেলিব্রিটিদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা করতে দেখা যায় এই শো-এ। সেই শো’তে এসে নিজের আশ্চর্যজনক ফিটনেসের রহস্য ফাঁস করেছেন জন। এই অভিনেতার মতে, ধূমপান করার থেকে মিষ্টি খাওয়া অনেক বেশি ক্ষতিকারক।

শিল্পা শেঠির এই শোতে ট্রু অর ফলস’ প্রশ্নত্তোর পর্বে সবাইকে চমকে দিয়ে জন জানিয়েছেন, তার প্রিয় মিষ্টি কাজু কাটলি। এরপর শিল্পা বলেন যে বাজারে কান পাতলে শোনা যায় জন নাকি গত ২৫ বছর ধরে এই মিষ্টি খাননি। তা এটা কি সত্যি? মিষ্টি হেসে জবাব দিয়েছেন জন, না, এই কথা মিথ্যে। ওটা ২৫ নয়। ২৭ হবে। গত ২৭ বছর ধরে কাজু কাটলিতে আমি কামড় দিইনি। এরপরেই দর্শকদের উদ্দেশ্যে জন বলেন, কোনও রকম ঠাণ্ডা পানীয় খাই না আমি। আর এরকম পারলে আপনিও করুন। কারণ ধূমপানের থেকে মিষ্টি অনেক বেশি ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য।

সূত্র-হিন্দুস্তান টাইমস

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top