শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০২:৩০

শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে প্রচার-প্রচারণায় সোচ্চার ছিলেন চিত্রনায়ক রিয়াজ। সর্বশেষ নির্বাচনে হেরে যান এই জনপ্রিয় চিত্রনায়ক। তবে নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা পদ ছেড়ে দেওয়ায় সুযোগটি পেয়েছেন রিয়াজ। রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

শনিবার (২৬ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির সভায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়। এমনটাই জানান শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক।

বিস্তারিত জানিয়ে সাইমন সাদিক বলেন, ‘মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’

আগামী ৬ এপ্রিল সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top