• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গল্প বলার স্বাধীনতা চান নির্মাতা ও শিল্পীরা

নিশি রহমান | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩, ০২:২১

'ফ্যাব ফেস্ট' আয়োজনে নির্মাতা ও শিল্পীরা

প্রথমবারের মতো অনুষ্ঠিত 'ফ্যাব ফেস্ট' আয়োজনে গল্প বলার স্বাধীনতা চাইলেন নির্মাতা ও শিল্পীরা । পাশাপাশি তাঁরা দাবি করেন সিনেমা কিংবা দৃশ্যশিল্পের নীতিমালা সংস্কারের। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে 'ফ্যাব ফেস্ট' উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনী আয়োজনে গান পরিবেশন করেন তনুশ্রী দাস, আরমীন মুসা, রেজাউল করিম, আহনাফ খান,ইউসুফ আলী খান, প্রমুখ। 'বাংলাদেশি সিনেমাকে সীমানা ছাড়িয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায়' এ নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী আনিসুল হক, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, পিপলু আর খান ও ব্যারিস্টার মইন গনি।

 'হাওয়া' ও 'পরাণ' সিনেমা নিয়ে আলোচনা করেন পরিচালক রায়হান রাফি, প্রযোজক খোরশেদ আলম খসরু, হলমালিক ইফতেখার উদ্দিন নওশাদ, । বিকেলে নব্বইয়ের দশকের আলোচিত সিনেমা 'ঘুড্ডি' নিয়ে স্মৃতিচারণ করেন সিনেমার নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও অভিনেত্রী লায়লা আজাদ নূপুর।

 সন্ধ্যায় মোহাম্মদ কাইউম পরিচালিত 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' সিনেমার বিশেষ প্রদর্শনী হয়। এই আয়োজনে সমাপনী বক্তব্য দেন নির্দেশক-অভিনেতা তারিক আনাম খান।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top