• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে কে এই মনামী?

নিশি রহমান | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩, ২১:২৩

চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই ভিন্ন ধরণের কিছু দেখার আশায় থাকে দর্শক। ২০২২ এর শেষের দিকেই তিনি ঘোষনা করেছিলেন, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক আনতে চলেছেন খুব শীঘ্রই। ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এবার তাঁর ছবির নায়িকার নাম প্রকাশ্যে আনলেন সৃজিত।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল; মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সৃজিত মুখোপাধ্যায় ও চঞ্চল চৌধুরীপরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রেও থাকছে বিরাট চমক। টলিউডের কোনো প্রথম সারির অভিনেত্রী নন, বরং মনামী ঘোষকে দেখা যাবে এই চরিত্রে। ইন্ডাস্ট্রির যথেষ্ট জনপ্রিয় মুখ হলেও বড়পর্দায় নিয়মিত দেখা যায় না তাঁকে। বরং নিজের নাচ এবং ছোটপর্দার অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। বড়পর্দায় মনামীকে কম দেখতে পাওয়া নিয়ে অভিযোগও ছিল তাঁর অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন: ছেলে রাজ্যকে নিয়ে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন রাজ

মনামীর এই বড় ব্রেকে স্বাভাবিকভাবেই খুশি তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এই সুখবরে শিলমোহর দিয়েছেন । জানা গিয়েছে, চেহারার দিক থেকে সাদৃশ্য থাকায় গীতা সেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান মনামী। খবরটা শেয়ার করে তিনি লিখেছেন, ‘আনন্দময় ২০২৩ শুরু হতে চলেছে’।

মনামী ঘোষগত বছরের মাঝামাঝি সময়ে মৃণাল সেনের বায়োপিকের ঘোষনা করেছিলেন সৃজিত। গত বছর ১৪ মে কিংবদন্তি পরিচালকের ৯৯ তম জন্মবার্ষিকীতে তাঁর বায়োপিক ঘোষনা করেন সৃজিত। নাম ‘পদাতিক’। উল্লেখ্য, অভিনেতা চঞ্চল চৌধুরী সদ্য পিতৃহারা হয়েছেন। সম্ভবত কিছুদিনের বিরতি নিয়ে তারপরেই শুটিং শুরু করবেন তিনি।

অন্যদিকে জানা গিয়েছে, গীতা সেনের চরিত্রটিকে ভাল ভাবে বুঝতে তাঁর একটি ভিডিও ক্লিপ মনামীকে দিয়েছেন সৃজিত। পরিচালক পত্নির পুরনো সাক্ষাৎকারের ভিডিও দেখেই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন মনামী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top