• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কলকাতাবাসীর কাছে কনসার্ট শেষে কেন ক্ষমা চাইলেন অরিজিৎ সিং?

নিশি রহমান | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০২

অরিজিৎ সিং

শিবরাত্রির দিনে কলকাতার তিলোত্তমা মজেছিল অরিজিৎ সিংয়ের গানে। কনসার্টে হাজির হয়ে একের পর এক গানে মাতিয়ে তুলেছিলেন পুরো এলাকা। কিন্তু সেখান থেকে ফিরেই এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় এই গায়ক। এ নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন>>> এবার কেন রণবীর-আলিয়ার ওপরে চটেছেন কঙ্গনা?

আজ (২২ ফেব্রুয়ারি) অরিজিৎ ফেসবুকে লিখেছেন, 'আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল। আমি দুঃখিত যে আপনাদের  অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে।’

সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করে তিনি আরও বলেন, ‘তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয়জোড়া ভালোবাসা!! আমি চেষ্টা করব পরেরবার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি।’

এই পোস্টের সঙ্গে সেদিনের অনুষ্ঠানের একাধিক ছবিও শেয়ার করেন তিনি। ঘণ্টাখানেক পেরোতে না পেরোতেই এই পোস্ট ভাইরাল সোশ্যালে। এই প্রতিবেদন লেখার সময় তাতে ৪৭ হাজার লাইক, প্রায় ৩ হাজার কমেন্ট ও আড়াই হাজার শেয়ার হয়েছে। এত সংখ্যক অনুরাগী হয়তো ভাগ্য থাকলেই পাওয়া সম্ভব। নেটিজেনদের ভালোবাসায় মন্তব্যের ঘর যেন প্লাবিত হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top