• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১০০ কাপড়ের দামে একটি পোড়া কাপড় কিনলেন মিম

শাকিল খান | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ১৯:৪৩

বিদ্যা সিনহা মিম

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মঙ্গলবার সকালে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে।

সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষই ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসছেন। এবার ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া কাপড় কিনে সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, 'চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

ক্যাপশনে লেখা হয়েছে, 'জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।'

পোস্টে আরও লেখা, ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবুও সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। তার এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ান।

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top