বাংলা শিখছেন ঢাকাই চিত্রনায়ক শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি? কিন্তু কেন...
শাকিল খান | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬
গেল ঈদে ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। তাই আবারো এ নির্মাতা-অভিনেতা জুটি আসছে ‘রাজকুমার’ নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
কিন্তু দেড় বছরেও শুটিং শুরু না হওয়ায় দেখা দেয় শঙ্কা। গুঞ্জন ওঠে— ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা হিসেবে থাকছেন না কোর্টনি কফি। তবে সম্প্রতি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন এই মার্কিন নায়িকা নিজেই। সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে কোর্টনি জানিয়েছেন, তিনি ‘রাজকুমার’-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন।
কোর্টনি একটি ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন— ‘আমি শিখছি।’ অর্থাৎ এই মার্কিন অভিনেত্রীই হচ্ছেন শাকিব খানের ২০২৪ সালের ঈদ ধামাকার নায়িকা।
অক্টোবর থেকে পাবনায় শুরু হবে ‘রাজকুমার’-এর শুটিং। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ হবে। এরই মধ্যে নিজেকে প্রস্তুত করছেন নায়িকা কোর্টনি কফি।
বিষয়: ঈদ ঢালিউড কিং শাকিব খান প্রিয়তমা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।