সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


হিংস্র ও চরমপন্থী- বীভৎস প্রতিভাবান আমি, একেবারে ব্যাটম্যান-এর মতো! আর কী বললেন অভিনেত্রী...

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২০

ছবি: সংগৃহীত

বলিউডের কুইন বলা হয় তাকে। কদিন পরপরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন তিনি। তবে অভিনয় দক্ষতায় সমকালীনদের তুলনায় এগিয়ে থাকলেও নিজের স্বভাবের কারণে ইন্ডাস্ট্রিতে কিছুটা কোণঠাসা তিনি।

বলছি, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-এর কথা। বেশিরভাগ তারকা-নির্মাতার সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্ক! কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। এবার নিজেকে নিয়ে মন্তব্য করেই বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। নিজেকে এবার ব্যাটম্যান দাবি করে বসলেন তিনি!

নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, এই বিষয়ে সবাই সহমত, বামপন্থী হোন বা ডানপন্থী, আমি ভীষণ অভদ্র। আমি হিংস্র ও চরমপন্থী। আমি হিংসা ভালোবাসি, হিংসা আমাকে ভালোবাসে। কিছুটা বেপরোয়া এবং ভীষণ জেদি আমি। বীভৎস প্রতিভাবান আমি, একেবারে ব্যাটম্যান-এর মতো!

কঙ্গনার এমন নিজের ঢোল নিজে পেটানো দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। অন্য কেউ প্রশংসা করছেন না বলে নিজেই নিজের ঢাক পেটাচ্ছেন অভিনেত্রী-এমন দাবি তাদের। তবে অনেকেই আবার ধারণা করছেন- নিজেকে ব্যাটম্যান’ বলার পেছনে রয়েছে ভিন্নগল্প।

তনু ওয়েডস মনু রিটার্নস- সিনেমায়ে তনুর ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের একটি সংলাপে নিজেকে ব্যাটম্যান বলেছিলেন তিনি। সিনেমাটিতে খামখেয়ালি, জেদি অথচ রোমান্টিক তনুকে দেখা গিয়েছিল। সেই কথাই ভক্তদের মনে করিয়ে দিলেন কঙ্গনা, নাকি নিজের আত্মস্তুতি গাইলেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা!




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top