মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বলিপাড়ায় ঝড় তোলা ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই লাইব্রেরিয়ান মারা গেছেন...

শাকিল খান | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় লাইব্রেরিয়ান দুবে চরিত্র রূপায়নকারী অখিল মিশ্রা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব তথ্য নিশ্চিত করেছেন অখিলের স্ত্রী অভিনেত্রী সুজান বার্নার্ট।

বাসায় রান্না ঘরে কিছু একটা করতে গিয়েছিলেন অখিল মিশ্রা। সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান অখিল মিশ্রা।

২০০৯ সালে মুক্তি পায় আমির খান অভিনীত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মুক্তির পরী রীতিমতো বক্সঅফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। এটি নির্মাণ করেছিলেন রাজকুমার হিরানি। এই সিনেমাটিতেই লাইব্রেরিয়ান দুবে চরিত্রে অভিনয় করেছিলেন অখিল। ছোট চরিত্রে হলেও পর্দায় তার অভিনয় নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top