তাবীব ও গাল্লি বয় রানার গান এবার বলিউড কাঁপাচ্ছে
ঢাকার বস্তি থেকে বলিউডে বাংলা র্যাপের ধামাকা, কে এই গাল্লি বয়?
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬
ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর। এখানকার আট নম্বর গলিতে থাকেন ছোট রানা মৃধা। তাকে নিয়ে গাল্লি বয় নামে একটি গান নির্মাণ করেছিলেন মাহমুদ হাসান তাবীব। ভাইরাল হওয়া সেই র্যাপ-ভিডিও চমকে দিয়েছিলো দুবাংলার মানুষকেই। শহরের গলি, ফুটপাতে থাকা তার মতো হাজারো রানার জীবনকথা আর সমাজের নানা অসঙ্গতি ফুটে উঠেছে গাল্লি বয় ভিডিওতে। ওই ভিডিওর হাত ধরেই রানার কণ্ঠ পৌঁছে গিয়েছে বিশ্ববাসীর কাছে।
সেটি জনপ্রিয়তা পাওয়ার পর এই জুটি প্রকাশ করে গাল্লি বয় পার্ট-টু ও পার্ট-থ্রি। সেই গানের সূত্রে এবার তারা পৌঁছে গেছেন বলিউডে। সাফল্যের মুকুটে এ যেন এক নতুন পালক যুক্ত হওয়া। ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে কালা নামের সিরিজ মুক্তি পেয়েছে। সেখানে তাবীব ও রানার গাওয়া ‘চাপ নাই’ শিরোনামের গানটি থিম সং হিসেবে শোনা যাবে।
একজন সৎ অফিসারের গল্প নিয়ে এগোয় কালা’ নামের সিরিজটির গল্প। সিরিজে দেখা যায়, একদল সৈনিকের ওপর হঠাৎ আক্রমণে অনেকে মারা যান। তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যের জোরে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তবুও থেমে থাকে না জীবন। নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান। ৩০ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলারধর্মী কালা সিরিজটি। এটি নির্মাণ করেছেন বিজয় নাম্বিয়ার। এতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নিভীতা পিথুরাজ, তাহের শাব্বির, হিতেন তেজওয়ানিসহ অনেকে। যদিও এ সবে রানার কোনও উত্তেজনা নেই। কিন্তু একটা অভিমান আছে। বাকি রানাদের কী হবে? গানে সে প্রশ্নটাও সযত্নে করে রেখেছে সে...এই গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কী হবে কাল?
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।